জিপিএ-৫ পেলেন সেই তিশা, মুশতাক বললেন 'অভিনন্দন হুররাম'

 "আমি নিজের ইচ্ছায় মোশতাককে বিয়ে করি"

ছাত্রীকে বিয়ে করা মোশতাকের জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট

রাজা মুশতাক এবং রানী সিনথিয়া উপাখ্যানে 'বিব্রত' আদর্শ


ভিডিওতে তিশা বলেন, "রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাসই করিনি। পরীক্ষার আগে গত দুই মাস অনেক পরিশ্রম করেছি। যদিও এটা নতুন কিছু নয়; আমার মনে হচ্ছে, হ্যাঁ, এটাই। যা পাই সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক ধন্যবাদ।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য শতর্দশ খন্দকার মোশতাক আহমেদ একই কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা জানান, প্রেম থেকেই তারা একে অপরকে বিয়ে করেছেন। তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি তিশার পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

No comments

Theme images by nicolas_. Powered by Blogger.