ভোট ফলাফল দিয়েছে মনগড়া

 এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ, যা জানালেন বোর্ড কর্মকর্তা


শিক্ষা বোর্ডের প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সদস্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার খারাপ ফলাফল বা ফেল পরা শিক্ষার্থীরা বৃহস্পতিবার ১৭ই অক্টোবর দুপুরে শিক্ষা বোর্ডের নিচে অবস্থান নেন বিভিন্ন কলেজের প্রায় শতাধিক ছেলে মেয়ে শিক্ষার্থী ।

একপর্যায়ে তাদের অভিযোগ ভোট কর্তৃপক্ষ মনগড়া ফলাফল দিয়েছে বলে উল্লেখিত করে শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রশ্ন সহ সহজ আনসার পরও গণহারে ইংরেজিতে ফেল করানো হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা সিলেট বোর্ডের মাত্র দুই বিষয়ে পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে চট্টগ্রাম বোর্ডের সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি এবং আরো অন্যান্য কয়েক বোর্ডের খাতা পরীক্ষা মূল্যায়ন করা হয়নি ভালোভাবে সঠিকভাবে করা হয়নি তাই ফলাফল এটি গণনা বলে মন্তব্য করে শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা আরও বলেন তাদের চার বিষয়ে সাতটি পরীক্ষা হয়েছে দুই বিষয় মিলে ৬৬ নাম্বার পেলেই পাস কিন্তু 76 পাওয়ার পরও ফেল দেখানো হয়েছে এটা কিভাবে সম্ভব তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে তাদের অন্যায় করা হয়েছে তারা তাদের খাতা গুলো আবার নতুন করে দেখতে অনুরোধ করে ।

কয়েকজন অভিভাবক বলেন এই ফলাফল কোনভাবেই মানেন না তারা খাতা না দেখেই ফল ঘোষণা করা হয়েছে অনেকে আইসিটি পরীক্ষায় অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল অনেক খারাপ হয়েছে এটা খারাপ দেখানো হয়েছে পদার্থবিজ্ঞান 110 পাওয়ার পরও কেমনে ফেল দেখানো হয় আবার বাংলায় ৭৫ পেয়েও ফেল কর্তৃপক্ষ বলছে এমসিকিউ তে খারাপ করছে তাই ফেল আসছে


এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোস্তফা আমিরুল বলেন পরীক্ষায় খারাপ ফলাফল করায় কিছু শিক্ষার্থী আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীরা ফেল করেছে বা খারাপ রেজাল্ট করেছে এটাতে আমাদের কোন যায় আসে না তাদের নিজেদের রেজাল্ট খারাপ হলে সেই দায়ভার আমাদের না আমরা রেজাল্ট দেওয়ার কথা রেজাল্ট দিয়েছি এবং সেটা পর্যালোচনা করেই আমরা দিয়েছি যদি কারো অভিযোগ থাকে তাহলে যথাযথভাবে অভিযোগ জমা দিতে পারে আমরা এ বিষয়ে দেখব


No comments

Theme images by nicolas_. Powered by Blogger.