মিয়ানমার থেকে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ...

 কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের জেনারেল ম্যানেজার জানান, বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে আসে। জসিম উদ্দিন চৌধুরী।





তিনি জানান, স্থানীয় 'মিসেস ফারুক এন্টারপ্রাইজ'-এর মালিক এসব পেঁয়াজ আমদানি করেন। ট্রলার থেকে পেঁয়াজ খালাস করা হচ্ছে। পরে তা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হবে।


স্থলবন্দরের কাস্টমস অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। প্রায় এক বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আবদুল্লাহ আল মাসুম জানান, পেঁয়াজ খালাসের পর ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

No comments

Theme images by nicolas_. Powered by Blogger.